প্রকাশিত: Sat, Jun 24, 2023 9:04 PM
আপডেট: Tue, Jan 27, 2026 6:16 PM

ঈদ উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী

সাদেক আলী: নাড়ির টানে ব্যস্ততম নগর ছেড়ে রেল, নৌ ও সড়কপথে গ্রামের বাড়ি যাচ্ছে তারা। কর্তৃপক্ষ বলছে এবার ঈদে যাত্রীদের নির্বিঘ্নে নিরাপদে যাতায়াতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। 

শনিবার শুরু হয়েছে ট্রেনে ঈদযাত্রা। ২৮ জুন পর্যন্ত ট্রেনে ঢাকা ছাড়বেন প্রায় দেড় লাখ মানুষ। ১৪ জুন যেসব যাত্রী ২৪ জুনের অগ্রিম টিকিট কেটেছেন তারা শনিবার রাজধানী ছেড়েছেন। সূত্র: বার্তা২৪

এছাড়া শুধু যাত্রার দিন ২৪ থেকে ২৮ জুন কাউন্টার থেকে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি হবে। আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৮ হাজার যাত্রী কমলাপুর থেকে বিভিন্ন স্থানে যাবে। বিনাটিকিটে ভ্রমণ রোধে কমলাপুরসহ দেশের সব স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির জানান, এবার ঈদে ২৪ থেকে ২৮ জুন প্রতিদিন ৪১ জোড়া আন্তঃনগর এবং ৩৬ জোড়া মেইল, লোকাল ও কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে। 

নৌপথেও রাজধানী ছাড়তে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে শনিবার সদরঘাটে যাত্রীদের তেমন ভিড় ছিল না। নদীবন্দর সংশ্লিষ্টরা বলছেন, সোমবার থেকে সদরঘাটে যাত্রীদের চাপ বাড়বে। সূত্র: আরটিভি

সংশ্লিষ্টরা আরো বলছেন, এবার ঈদে ৩০ লাখ যাত্রী নৌপথে যাতায়াত করবেন। যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে নৌপুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড। পাশাপাশি রয়েছে স্বেচ্ছাসেবকরা।

লঞ্চ কর্তৃপক্ষের ভাষ্যমতে, বরিশালগামী লঞ্চগুলোতে ডেক যাত্রীদের ভাড়া ৫০০ টাকা, সিঙ্গেল কেবিন ১৫০০ টাকা, ডাবল কেবিন ২৫০০ টাকা ও ভিআইপি কেবিন ৭০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

অপরদিকে ঈদে আগেভাগেই সড়কপথে রাজধানী ছাড়ছেন অনেকেই। শুক্রবার সকাল থেকেই রাজধানী ছেড়েছে বিভিন্ন রুটের একাধিক দূরপাল্লার বাস। গাবতলী, সায়দাবাদ, কল্যাণপুর, মহাখালী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে পদ্মা সেতু হওয়ায় ভোগান্তি ছাড়াই সড়কপথে বাড়ি ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। পদ্মা পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হতো। এখন ৮ থেকে ১০ মিনিটেই পাড়ি দিচ্ছেন পদ্মা সেতু। সম্পাদনা: সালেহ্ বিপ্লব